বিডি অনলাইন ডেস্ক : বিএনপির দল মনোনীত একজন প্রার্থীর এমপি হিসেবে শপথ গ্রহণের পর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আজ ২৭ এপ্রিল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে ।
বিএনপির দায়িত্বশীল সূত্রে জানিয়েছে, বৈঠকে দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে ।
বিশেষ করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে । একই সঙ্গে জাহিদের বিষয়ে স্পিকার অথবা নির্বাচন কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে কোনো চিঠি দেয়া হবে কিনা – তাও এই সভা থেকে সিদ্ধান্ত নেয়া হবে ।
বিএনপি নীতিনির্ধারকদের ধারণা , আগামী দু -একদিনের মধ্যে বিএনপি দলীয় আরো কয়েকজন প্রার্থী এমপি হিসেবে শপথ নিতে পারেন । তাই বৈঠকে থেকে নীতিনির্ধারকরা নির্বাচিতদের সঙ্গে আবারও কথা বলতে পারেন ।
নির্বাচিতদের তরফে নেতিবাচক মনোভাব পাওয়া গেলে তাদের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে ।
সংশ্লিষ্ট সূত্র জানায় , আজকের বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপারেও আলোচনা হবে ।