বিডি অনলাইন রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত জাহিদুর রহমান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ করেছেন । এক্ষেত্রে জাহিদ অত্যন্ত গর্হিত কাজ করেছেন। অন্যায় করেছেন । অপরাধ করেছেন । এই জন্য তার বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে । ২৬ এপ্রিল , শুক্রবার , সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন ।
তিনি বলেন , এখানে এমপিরা বলতে তো কেউ নেই । একজন গেছেন । বাকি যারা নির্বাচিত আছেন , যারা নির্বাচিত তাদের সিদ্ধান্ত তো আমরা এখনো জানি না । তারা আমাদের জানায়নি । এখনও দলের সিদ্ধান্ত যেটা ছিল সেটাই বহাল আছে । আমরা শপথ গ্রহণ করবো না । এই বিষয়ে আর কোন দ্বিমত থাকার কথা নয় । দলের সিদ্ধান্ত যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে দলের যে সিদ্ধান্ত নেয়া দরকার সেটি অবশ্যই গ্রহণ করা হবে ।
বিএনপি মহাসচিব বলেন , জাতীয়তাবাদী মহিলা দল আজকের শ্রদ্ধা নিবেদন শেষে শপথ নিয়েছে কারারুদ্ধ দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরো বেগবান করতে তারা কাজ করবেন । সেই লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ । আগামী দিনে সংগ্রামের জন্য তারা শপথ নিয়েছেন ।
জাহিদুর রহমান ছাড়া একাদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপির বাকি ৫জন নির্বাচিতরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া- ৬) , আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২ ) , হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩ ) , মোশাররফ হোসেন (বগুড়া-৪ ) ও উকিল আবদুস সাত্তার (ব্রাক্ষণবাড়ীয়া-২) ।
এদিকে চলতি মাসের মধ্যে শপথ না নিলে নিয়ম অনুযায়ী তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে ।
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস , সাধারণ সম্পাদক সুলতান আহমেদ , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন ।